সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের বরইতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়ে মিয়ানমারের ১১৩ ক্যান আন্দামান গোল্ড বিয়ার সহ দুইজনকে আটক করেছে র্যাব১৫।
শনিবার রাতে সদর ইউনিয়নের উত্তর বড়ইতুলি এলাকা থেকে বিয়ারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন,হ্নীলা ইউপি দরগা পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ নুর(২২)একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে চালক মোঃ সাকের(৩৮)।
রোববার এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক)বহন করে মাদকের একটি চালান কক্সবাজারের দিকে আসছে।এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার -টেকনাফ সড়কের উত্তর বরইতলি গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে চেকপোস্ট বসানো হয়।তল্লাশিকালীন সময়ে একটি ব্যাটারি চালিত (ইজিবাইক)চেকপোস্টের কাছে আসলে সিগন্যাল দিয়ে থামানো হয়।ইজিবাইক থেকে কৌশলে পালানোর সময় চালকসহ আরো এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।ঔই সময় ইজিবাইকে থাকা বস্তা তল্লাশি করে১১৩ ক্যান মিয়ানমারের আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা পরস্পর যোগসাজেসে মাদকদ্রব্য কম দামে ক্রয় করে অধিমূল্যে বিক্রয় করার উদ্দেশ্য অন্যত্র নিয়ে যাচ্ছিল।উদ্ধারকৃত বিয়ারসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply