শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিদেশী নাগরিক নিহত (আপডেট) পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলা সহ মহেশখালীর বাহিনীর প্রধান জিয়া ও সহযোগী গ্রেপ্তার নাফনদী থেকে ট্রলার সহ ৬ মাঝি অপহরণ নিয়ে ধুম্রজাল ওপারে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ; এবার আরাকান আর্মির বিপক্ষে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি বিদেশ যেতে ভাইঝিকে অপহরণ, চাচা সহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ এবার রড সিমেন্ট বোঝাই ২ ট্রলার সহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি  টেকনাফে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র সন্ত্রাসী গ্রেপ্তার টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ১

চবিতে টেকনাফ স্টুডেন্টস এসোসিয়েশন (চুসাট)এর নতুন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত টেকনাফ উপজেলার শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ – (চুসাট)’ এর ২০২০-২০২১ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। ৩ জানুয়ারি এই নির্বাচনী ফল ঘোষণা করেন এসোসিয়েশনের নির্বাচনী দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী।

এসোসিয়েশনের প্যাডে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক ঘোষণায় ২০২০-২০২১ সেশনের জন্য সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইফুল্লাহ মানছুর এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হেলাল উদ্দীনের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই চুসাট সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করে আসছে; যা চুসাটের উপদেষ্টাবৃন্দ সরাসরি পর্যবেক্ষণ করেন। এবার বিগত মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পেছানো হয়। পরবর্তীতে ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির প্রতিটির বিপরীতে একজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় , গঠিত নির্বাচন কমিশন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির বিপরীতে এই দুজনকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেন।

দেশের সর্ববৃহৎ আয়তনের স্বায়ত্তশাসিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনারত টেকনাফ উপজেলার শিক্ষকমণ্ডলী চুসাটের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টেকনাফ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে চুসাট। টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে পড়তে যাওয়া বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এই অরাজনৈতিক ও সেবামূলক ছাত্র সংগঠনটি।

”সৌহার্দ্য ও সম্প্রতির বার্তা নিয়ে গড়ে ওঠা চুসাট প্রতিবছর প্রাণবন্ত আনন্দভ্রমণ, ইফতার মাহফিল আয়োজন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা, চট্টগ্রামের হাসপাতাগুলোয় টেকনাফসহ বিভিন্ন এলাকার রোগীদের জন্য রক্তদানের মতো কার্যক্রম সম্পন্ন করে থাকে। টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন যারা চুসাটের বিভিন্ন ইভেন্টে অংশগ্রণের মাধ্যমে চট্টগ্রাম বুকে রচনা করে একখণ্ড টেকনাফের। সামনের দিনগুলোয় সুশিক্ষিত ও মাদকমুক্ত টেকনাফ গড়ার লক্ষে আরো বেশি সক্রিয় ভূমিকা পালনের কথা জানান চুসাটের নীতিনির্ধারকমহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888