মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

রামুতে ট্রাক চাপায় কলেজ শিক্ষক সহ ২ জন নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক : রামুতে মিনি-ট্রাকের চাপায় পথচারী কলেজ শিক্ষকসহ ২ জন নিহত ও ১ জন হয়েছে।

বুধবার সকাল ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ারনালা এলাকার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান রামু থানার পরিদর্শক (ওসি) মো. আবুল খায়ের।

নিহতরা হলেন, কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও রামুর জোয়ারিয়ারনালা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নুর আহম্মদ সিকদারের ছেলে মাহবুব মোর্শেদ আমিন (৫৬)।

দুর্ঘটনায় আহত হয়েছেন জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫)

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল খায়ের বলেন, বুধবার ভোরে স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে প্রতিদিনের মত হাটাহাটি করছিলেন কলেজ শিক্ষক শফিউল আলম সহ আরো কয়েকজন। এসময় কক্সবাজার শহরের দিক থেকে আসা মাছ বোঝাই একটি মিনি-ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

” এতে মাহবুব মোর্শেদ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। আহত হন ২ জন। “

ওসি বলেন, ” স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের অধ্যাপক শফিউল আলমকেও মৃত ঘোষণা করেন। অন্যজন সেখানে চিকিৎসাধীন রয়েছে। “

ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায় বলে বলে জানান ওসি খায়ের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888