শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে মালিক বিহীন কেওড়া বাগানের ভিতরে একটি বস্তা থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে হ্নীলা ইউপি নোয়াপাড়া সংলগ্ন নাফনদীর তীর কেওড়া বাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউপি নোয়াপাড়া বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে যায়। দূর থেকে দুইজন পাচারকারী সাঁতরে কেওড়া বাগান সংলগ্ন নদীর তীরে উঠতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে। পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলে ইয়াবার একটি বস্তা কাঁদার ভিতর লুকিয়ে রেখে পালিয়ে যায়। ঔই এলাকা তল্লাশি করে কাঁদার ভিতর থেকে ফেলে যাওয়া একটি বস্তা উদ্ধার করা হয়।পরে বস্তাটি খুলে গণনা করে ৩ কোটি ৯০ লাখ টাকার মূল্য মানের ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
.coxsbazartimes.com
Leave a Reply