রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

সোনার ভরি ৭৩ হাজার টাকায় উঠেছে

বিডিনিউজ : কোভিড-১৯ মহামারীকালে সোনার দাম বেড়ে ভরিতে ৭২ হাজার ৭৮৩ টাকায় উঠেছে।

এক মাসের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম প্রায় তিন হাজার টাকা বেড়েছে।

বাংলাদেশের বাজারে এর আগে কখনই এত বেশি দামে সোনা বিক্রি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জীবদ্দশায় আন্তর্জাতিক বাজারে গোল্ডের এত বেশি দাম দেখিনি। গত দুই দিনেই প্রতি আউন্স গোল্ডের দাম ১০০ ডলার বেড়েছে। বাধ্য হয়েই আমাদের স্থানীয় বাজারে দাম বাড়াতে হয়েছে।”

দাম সামনে আরও বাড়ার আভাস দিয়ে আগরওয়ালা বলেন, “বুঝতে পারছি না, আন্তর্জাতিক বাজারে গোল্ডের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে। কোভিড-১৯ মহামারীতে সবাই এখন নিরাপদ বিনিয়োগ ভেবে গোল্ড কিনে মজুদ রাখছে।”

স্থানীয় বাজারে দাম বাড়ার কারণ ব্যাখা করে আগরওয়ালা বলেন, “আমরা হিসাব করে দেখেছি, গত এক মাসে বিশ্ব বাজারে প্রতি ভরি গোল্ডের দাম ৫ হাজার টাকা বেড়েছে। আমরা সেখানে ৩ হাজার টাকা বাড়িয়েছি।”

এর আগে সর্বশেষ ২২ জুন সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৭১৫ বাড়ানো হয়েছিল।

অতীতে দেখা গেছে, দেশের বাজারে সোনার দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্রাস-বৃদ্ধি করা হয়।

তবে বিশ্ব বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে এই দুই বার বেশি দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আগারওয়ালা।

২২ জুন দেশের বাজারে যখন সোনার দাম বাড়ানো হয়েছিল তখন বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৭৬৯ মার্কিন ডলার।

বৃহস্পতিবার রাত ১০টায় সেই দাম উঠেছে ১ হাজার ৮৮৯ ডলার।

আগরওয়ালা বলেন, “গত দেড় মাস ধরে সোনার বাজার অস্থির। প্রতি ঘণ্টায় বাড়ছে দর।”

জুয়েলার্স সমিতি সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে সোনার দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

“ফলে দেশের বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা টেলি কনফারেন্সের মাধ্যমে সোনার দাম পুনর্নির্ধারণ করেছেন।”

গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২ দশমিক ৬৫ ভরি) সোনার দাম ৩০০ ডলার বেড়েছে বলে জানান আগরওয়ালা।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।

এবার ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দিয়েছে জুয়েলার্স সমিতি।

শুক্রবার থেকে এই মানের প্রতি ভরি সোনা ৭২ হাজার ৭৮৩ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার পর্যন্ত তা ৬৯ হাজার ৮৬৭ টাকায় বিক্রি হচ্ছিল।

তাতে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬০ টাকায়।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৯৭০ টাকায়।

সোনার দাম বাড়লেও দেশে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888