সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপি সদস্য সহ নিহত ২, নগদ টাকাসহ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ইউপি সদস্যসহ মাদক মামলার দুই আসামী নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে নগদ ১০ লাখ টাকা, ইয়াবা ও অস্ত্র।
নিহত অন্যজন জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
নিহতরা হল, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বখতিয়ার আহমদ ওরফে মৌলভী বখতিয়ার (৫৫) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ তাহের (২৭)।
বখতিয়ার আহমদ উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানিয়েছে, নিহতরা মাদক মামলার পলাতক আসামী। তারা সংঘবদ্ধ চক্র গড়ে তুলে ইয়াবা ব্যবসায় জড়িত ছিল।
ওসি প্রদীপ বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে ইয়াবাসহ মোহাম্মদ ইউনুছকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। পরে জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে সহযোগী ইয়াবা ব্যবসায়িদের অবস্থান এবং মাদক লেনদেনের নানা তথ্য দেয়।
” বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ইউনুছকে নিয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় অপরাপর সহযোগীরা পালিয়ে গেলেও ইয়াবার চালান লেনদেনের নগদ ১০ লাখ টাকাসহ বখতিয়ার আহমদ ওরফে মৌলভী বখতিয়ার ও মোহাম্মদ তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। “
ওসি বলেন, ” গ্রেপ্তারদের থানায় আনার পর জিজ্ঞাসাবাদে তথ্য দেয়, হ্নীলার ইউনিয়নের ওয়াব্রাং এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নুর হোসেনের বসত ভিটার আকাশী গাছের বাগানে আরো ইয়াবা চালানসহ অস্ত্র মজুদ রয়েছে। পরে তাদের নিয়ে শুক্রবার ভোর রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছামাত্র তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ” 
” এতে সহযোগীদের ছোড়া গুলিতে বখতিয়ার আহমদ ও মোহাম্মদ তাহের গুলিবিদ্ধ হয়। ঘটনায় আহত হয় পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা, ৫ টি দেশিয় তৈরী বন্দুক ও ১৭ টি গুলি। “
প্রদীপ বলেন, গুলিবিদ্ধদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত ২ জনই মাদক আইনে দায়ের মামলার এজাহারে নামীয় আসামী এবং পলাতক ছিল বলে জানিয়েছেন ওসি।
প্রদীপ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888