শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে ছয়টি মামলার পলাতক আসামী ও তালিকাভূক্ত এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।
শুক্রবার ভোরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার থানার পরিদর্শক (অপারেশন) মাসুম খান।
নিহত ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু (২৫) কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়ার সব্বির আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিহত ছৈয়দ হোসেন ওরফে গুরা পুতু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও ডাকাতিসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
ওসি মাসুম বলেন, ভোরে স্থানীয়দের কাছ থেকে সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্ত্বর এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
“ ঘটনাস্থলের আশপাশে তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক, ২ টি গুলি ও ২০০ টি ইয়াবা। ”
“ পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে” বলেন, ওসি।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে, সন্ত্রাসীদের মধ্যে ইয়াবার ভাগাভাগিকে কেন্দ্র করে হয়তো এ খুনের ঘটনা ঘটেছে।
মাসুম জানান, তারপরও ঘটনার কারণ জানতে পুলিশ নানাভাবে খোঁজ-খবর নিচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply