শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
প্রথম আলো : ‘৪৮’ প্রবীণ তাম্বের কাছে নেহাতই এক সংখ্যা। এই বয়সে অনেক ক্রিকেটার যখন খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং কিংবা ক্রিকেট প্রশাসনে জড়িয়ে পড়েন, ভারতীয় লেগ স্পিনার সেখানে চুটিয়ে খেলে যাচ্ছেন। ৪৮ বছর বয়সে তিনি নাম লিখিয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। এবার সিপিএলে তাঁর খেলার কথা ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে।
১টি প্রথম শ্রেণি, ৬টি লিস্ট ‘এ’ ও ৬১টি টি-টোয়েন্টি খেলা প্রবীণ অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নামই তুলেছেন ৪১ বছর বয়সে। আইপিএলে তাঁর অভিষেক ২০১৩ সালে, রাজস্থান রয়্যালসের হয়ে। গত ডিসেম্বরে তাঁকে দলে ভিড়িয়েছে বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবার তিনি খেলবেন শাহরুখেরই ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজি ট্রিনবাগোর হয়ে। অবশ্য তাঁর সিপিএল খেলা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর।
এ বছর আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও সিপিএল হয়ে যেতে পারে ঠিক সময়েই। গত মাসে হয়ে গেছে সিপিএলের ড্রাফট। এরই মধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজি পুরোপুরি দল সাজিয়ে ফেলেছে। সিপিএল শুরু হওয়ার কথা ১৮ আগস্ট, শেষ হবে ১০ সেপ্টেম্বর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে করোনা সংক্রমণ আরও না কমলে টুর্নামেন্ট হতে পারে শুধু ত্রিনিদাদে।
.coxsbazartimes.com
Leave a Reply