রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
নীতিশ বড়ুয়া, রামু : রামুতে অজ্ঞাত ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মাজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমিতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
খবর পেয়ে সকাল সাতটায় রামু থানা পুলিশের এসআই গনেশ চন্দ্র শীলের নেতৃত্বে পুলিশফোর্স ওইস্থান থেকে মৃতদেহটি উদ্ধার করেন। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
স্থানীয়দের ধারনা, হয়তো পরিকল্পিতভাবে যুবকটিকে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে এখানে কৌশলে মৃতদেহ ফলে দিয়ে গেছে।
.coxsbazartimes.com
Leave a Reply