মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে নতুন করে একজন রোহিঙ্গাসহ ৫২ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁডালো ৫৩ জন রোহিঙ্গাসহ ২ হাজার ৮২৮ জনে। রোববার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ প্রফেসর ডাঃ অনুপম বডুয়া এ তথ্য জানিয়েছেন।
প্রফেসর ডাঃ অনুপম বডুযা বলেন, শনিবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও
উখিযা-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা থেকে সংগৃহিত সন্দেহভাজন ৩২৮ জনের
নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৫৮
জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়া ৫৮ জনই
নতুন করে আক্রান্ত।
গতকাল রোববার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৫২ জন
কক্সবাজারের বাসিন্দা রয়েছে। অন্যরা জেলার পার্শ্ববতী বান্দরবান জেলার ৩ জন
ও চট্টগ্রামের সাতকানিয়ার ২ জন বাসিন্দা রয়েছে।
তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৩৬ জন, রামু উপজেলার ৩জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ২জন, পেকুয়া উপজেলার ২জন ও মহেশখালী উপজেলার ৫ জন।
“জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৫৩ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁডালো ২ হাজার ৮২৮ জনে।
এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৩৪৬ জন, রামু উপজেলার ২৩৩ জন, উখিয়া উপজেলার ৩০৩ জন, টেকনাফ উপজেলার ২৪৩ জন, চকরিয়া উপজেলার ৩৪২ জন, পেকুয়া উপজেলার ১০৭ জন, মহেশখালী উপজেলার ১৩৬ জন ও কুতুবদিয়া উপজেলার ৬১ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৫৩ জন রোহিঙ্গা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেযা তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১ হাজার ২৫০ জনের। মৃত্যু হয়েছে ৪০ জনের। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বডুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২০ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply