সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
কক্সবাজারটাইমস ডেস্ক :
প্রায় তিন মাস পর আগামীকাল সোমবার খুলছে ভারতের আগ্রার তাজমহল। রোববার এক টুইটে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
অবশ্য কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তাজমহলে আসা দর্শনার্থীদের পুরোটা সময় মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মার্বেলের দেয়াল কোনোভাবেই স্পর্শ করা যাবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনে কেবল পাঁচ হাজার দর্শনার্থীকে দুই ভাগে তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। করোনার প্রাদুর্ভাবের আগে ১৭ শতকের এই মোঘল স্থাপনাটি দেখতে প্রতিদিন ৮০ হাজার পর্যটক আসতেন।
এক টুইটে পর্যটন মন্ত্রণালয় বলেছে, ‘কেন্দ্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ করা সব স্থাপনা ও এলাকায় স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে।’
.coxsbazartimes.com
Leave a Reply