সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে হাত ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা টসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব১৫।
শনিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং বাজার সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ থাকে আটক করা হয়।
আটক হলেন,উখিয়ার বালুখালী জুমরচড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি,৩৬ বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মোঃ রফিক হোসেন(২৮)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন,উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে (কক্সবাজার টু টেকনাফ)রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে উপস্থিত লোকজনের সামনে ধৃত ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০হাজার ইয়াবা পাওয়া যায়।ইয়াবার আনুমানিক মূল্য ১কোটি টাকা।উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply