শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
প্রথম আলো : ২০১১ বিশ্বকাপ নিয়ে শ্রীলঙ্কা সরকারের তদন্তে নামায় অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগের প্রধান!
২০১১ বিশ্বকাপ ফাইনাল ইচ্ছে করে হেরে যাওয়ার অভিযোগের তদন্তে নেমেছে শ্রীলঙ্কা সরকার। তবে ৯ বছর আগে শ্রীলঙ্কা ও ভারতের সেই ফাইনালের তদন্ত শুরু হওয়ায় অবাক হচ্ছেন ভারতীয় ক্রিকেটের বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধান অজিত সিং।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটি যদি শ্রীলঙ্কানরা ‘বিক্রি’ করেও থাকে, ৯ বছর পর সেটি প্রমান করা নাকি কঠিন হবে। অজিত সিং সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘অবাক হচ্ছি যে প্রসঙ্গটা প্রায় ১০ বছর পর সামনে এসেছে। আমার অভিজ্ঞতা বলে, তদন্ত যত দেরিতে শুরু হয় প্রমান জোগাড় করা ততই কঠিন।’
ম্যাচে গড়াপেটা হলে তদন্তের দায়িত্ব মূলত আইসিসির। তাই অজিতের কাছে শ্রীলঙ্কান সরকারের এই তদন্ত কার্যক্রম খুব বেশি গুরুত্ব পাচ্ছে না, ‘বিশ্বকাপ খেলা হয়েছে আইসিসির অধীনে। যদি বিশ্বকাপে কোন দুর্নীতি হয়ে থাকে তাহলে আইসিসিই এটার তদন্ত করবে। ভারতে ওই ম্যাচ নিয়ে কোন সন্দেহর কথা শোনা যায়নি।’
শ্রীলঙ্কান সরকার অবশ্য নিজেদের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ২০১১ বিশ্বকাপের সময় দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, তিন অভিজ্ঞ ক্রিকেটার উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রি’ করেছে শ্রীলঙ্কা।
.coxsbazartimes.com
Leave a Reply