বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি : টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে পলিথিন ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।
বুধবার ভোররাতে হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার জাদিমোড়া এলাকার আলী আহাম্মদের ছেলে ফরিদ আলম (২৭), সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার আকবর হোসেনের ছেলে মোঃজাফর আলম (৩৪) ও দমদমিয়া নেচার পার্ক এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে মোঃ জোবায়ের (১৯)।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ধৃত ব্যক্তিদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০লাখ টাকা।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধার ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply