বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
এম.আবদুল হক, টেকনাফ : টেকনাফের শিক্ষক পুত্র হারুনুর রশিদ ৩৮ তম বিসিএস এ (শিক্ষা) উত্তীর্ণ হয়ে সীমান্ত জনপদে এক আলোকবর্তিকা হিসেবে দেখা দিয়েছে। ফলে এলাকার সর্বত্রে বিরাজ করছে আনন্দের আমেজ।
সূত্র জানায়, ৩০ জুন পিএসসি কতৃক প্রকাশিত ফলাফলে হারুনুর রশিদ ৩৮ তম বিসিএস-শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি সীমান্ত উপজেলা টেকনাফ এর হোয়াইক্যং মডেল ইউনিয়নের কানজর পাড়ার নিবাসী ও হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামীয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা নুরুল বশর ছিদ্দিকী ও রত্নাগর্ভা রাশেদা বেগম এর গর্বিত সন্তান ও ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার সহকারী কর্মকর্তা মামুনুর রশিদের ছোট ভাই এবং মাওলানা জলিল আহমদ এর নাতি। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্মরত ডাঃ হাফেজ মুজিবুল হক এমবিবিএস, এফসিপিএস ও উখিয়া ডিগ্রী কলেজের প্রভাষক এনামুল হকের ভাগিনা বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি হ্নীলা আল ফালাহ্ একাডেমী, হ্নীলা উচ্চ বিদ্যালয় এবং উখিয়া ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply