শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

সৌদি আবরে বাস দূর্ঘটনা : মরদেহ দ্রুত স্বদেশে আনার দাবি মহেশখালীর নিহত ২ জনের স্বজনদের

বিশেষ প্রতিবেদক : সৌদি আরবে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মধ্যে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর দুজন সহ ৩ জন রয়েছেন। তার মধ্যে মহেশখালী উপজেলার মোহাম্মদ শেফায়েত উল্লাহ ও মোহাম্মদ আসিফের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুজনের বাড়ি মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে। এখন নিহত দুজনের বাড়ি সহ গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনরা চান, দ্রæত তাদের মরদেহ যেন দেশে ফেরত পাঠানো হয়। তবে নিহত মোহাম্মদ হোসেন পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবের মক্কা নগরীর দক্ষিণ-পশ্চিমে মাহাইল এলাকায় বাস দুর্ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ বাংলাদেশি সহ ২৪ জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশির মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা।

এর মধ্যে রয়েছেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরা ঘোনা গ্রামের আহমদ উল্লাহর পুত্র মোহাম্মদ আসিফ (২২) ও একই ইউনিয়নের বড় ডেইল গ্রামের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ শেফায়েত উল্লাহ (২৪)।

বুধবার সকালে বড় মহেশখালীর নতুন বাজার গ্রামের গিয়ে কথা বলা সম্ভব হয়নি মোহাম্মদ আসিফের পিতা আহমদ উল্লাহর সাথে। তিনি কাঁন্নায় নির্বাক হয়ে রয়েছেন।

তবে কথা হয়, মোহাম্মদ আসিফের চাচাত ভাই সরওয়ার আলমের সাথে। তিনি জানান, পরিবারিক টানাপোড়নের কারণে ২ বছর ৪ মাস আগে সৌদি আবর যান। ২ ভাই ২ বোনের মধ্যে আয় করার ক্ষমতা ছিল কেবল আসিফের। ঋণ নিয়ে সৌদি আবর যাওয়ার পর ঋণ পরিশোধ করে সংসারে কিছুটা স্বচ্ছতা আসতে শুরু করেছে। এর মধ্যে বাস উল্টে আগুন লেগে মোহাম্মদ আসিফ মারা যাওয়ার খবর পিতা-মাতা সহ সকলেই শোকাহত।

আসিফের মামা হাফেজ মতিউর রহমান জানান, আসিফের নিহতের খবর জানার পর তার বাবা-মাকে জানানো হয়নি। অনেক পরে জানানো হলেও একই কেউ কথা বলতে পারছেন না। বারবার জ্ঞান হারাচ্ছেন। এখন দ্রæত সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সরকারের সহযোগি চেয়েছেন তিনি।

পাশা-পাশি গ্রামের মোহাম্মদ শেফায়েত উল্লাহও নিহতের একজন। শেফায়েতের পিতা নুরুল ইসলাম জানান, আসিফ আর শেফায়েত ওই বাসে ওমরাহ করতে যাচ্ছিলেন এ খবর তাদের জানা ছিল। ওখানে শেফায়েতের মৃত্যু বিষয়টি পরিবারেরর কাছে জানিয়েছেন সৌদি আরবে থাকা অপর দুই ছেলে।

শেফায়েতের বড় ভাই জাহেদুল ইসলাম জানান, তার অপর ২ ভাই সাইফুল ইসলাম, শাহজাহান ইসলাম শেফায়েতের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শেফায়েতের নাম শেফায়েত উল্লাহ না শেফায়েত ইসলাম বলে জানান তিনি।

তিনি বলেন, যা হবার হয়েছে মরদেহ যেন দ্রæত দেশে ফেরত পাঠানো হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন জানিয়েছেন, সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মহেশখালীর দুই জন নিহত হবার বিষয়টি স্থানীয়ভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে এখনো জানানো হয়নি।

এদিকে, এ দূর্ঘটনায় কক্সবাজারের মোহাম্মদ হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার বাসিন্দা বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় বা অন্য কোন দপ্তর থেকে এখনও কোন কাগজ পত্র পাননি। মহেশখালী ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতের বাড়িতে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888