শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

পর্যটকবাহি জীপ উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে মেরিন ড্রাইভে পর্যটকবাহি জীপগাড়ি উল্টে একজন নিহত এবং চালকসহ সাতজন আহত হয়েছে।

শুক্রবার রাত ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন।

নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

হতাহতরা সকলেই পরস্পর আত্মীয়-স্বজন।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জীপগাড়ি যোগে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিল। গাড়ীটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ীটির চালকসহ ৮ জন আহত হন। 

” পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। “

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, আহতদের হাসপাতালে আনার পথে আগেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888