শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ইউসুফ ৩ দাবি নিয়ে কক্সবাজার থেকে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ শুরু

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর ইকবাল মন্ডল ইউসুফ নামের এক তরুণ ৩ টি দাবির পক্ষে সচেতনতা বাড়াতে ৬৪ জেলায় পায়ে হাঁটা শুরু করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে এই হাঁটা শুরু করেছেন তিনি।

ইকবাল মন্ডল ইউসুফ একজন শিক্ষার্থী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে।

ইউসুফ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। কক্সবাজারের থেকে হাঁটা শুরুর পর আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছবেন। প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। এর আগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।

তিনি জানান, ৩ দাবিতে সচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমনের উদ্যোগ নেন। কক্সবাজার হয়ে প্রথমে বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888