শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

আমেরিকা সরকারের ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়ে গবেষণার জন্য ড. রাহমান নাসির ওয়াশিংটনে

দেশের প্রথিতযশা, স্বনামধন্য ও বরেণ্য নৃবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন আমেরিকা সরকারের ফেলোশীপ নিয়ে উচ্চতর গবেষণার জন্য ওয়াশিংটন গেছেন। তিনি গত শুক্রবার ভোর রাতে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন।

তিনি এশিয়া স্টাডিজ ফেলো অ্যাওয়ার্ড পেয়ে বিশ্ববিখ্যাত আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা করবেন। আট শত প্রার্থীর মধ্যে উল্লেখিত বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ তাকে রিসার্চ ফেলোশিপ হিসেবে চ‚ড়ান্তভাবে মনোনিত করে।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী ড. নাসির তার ২২ বছরের শিক্ষকতা জীবনে বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জার্মানীর রুর বিশ্ববিদ্যালয়, নেডারল্যান্ডের আমস্টারডাম ভিইউ বিশ্ববিদ্যালয়, জার্মানীর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিক্স ও ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ নিয়ে দীর্ঘ গবেষণাকর্ম, অধ্যয়ণ ও শিক্ষকতা করেছেন। তিনি মর্যাদাপূর্ণ মনোবুশো বৃত্তি নিয়ে জাপান থেকে পিএইচডি এবং বিশ্বের বিভিন্ন দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন। জগত বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন পাবলিকেশন্স ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেসসহ বিভিন্ন সংস্থা থেকে তার গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি আমেরিকা, বৃটেন, কানাডা, জার্মানী, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনার-সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও একাডেমিক বক্তব্য দিয়েছেন।

কক্সবাজার জেলা শহরের বাহারছড়া গ্রামে ১৯৭৫ সালে তার জন্ম। তিনি অছিউর রহমান (মিস্ত্রী) ও আয়েশা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র সন্তান। কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপনডেন্ট মুহাম্মদ আলী জিন্নাত’র ছোটভাই।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888