শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

দণ্ডপ্রাপ্ত আসামি তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আবৃত্তি উৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারাদেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে এমনকি দেশের সর্বোচ্চ আদালতের সামনেও বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসবের পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনেই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন’ মন্তব্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর মহানুভবতার বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন। জনগনের পক্ষে দাবী উঠেছে, তাকে যেন কারাগারেই পাঠানো হয়। এ অবস্থায় তাকে কারাগারের বাইরে রাখার বিষয়টি আমরা গভীরভাবে বিবেচনা করছি।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সারাদেশের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888