শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

উনচিপ্রাং ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা উদ্ধার:আটক-০১

ফরহাদ আমিন,টেকনাফঃ টেকনাফের উনচিপ্রাং২২ক্যাম্প এলাকা থেকে অপহরণের ৩১ঘন্টা পর অপহৃত এক রোহিঙ্গা ব্যক্তিকে উদ্ধার করেছে আর্মড ব্যাটালিয়ন(এপিবিএন)পুলিশ।এসময় অপহরণকারীর এক সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপি ঐ ক্যাম্পের ডি-ব্লকস্থ পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩,এফসিএন-২৪০৪৭৯বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলম(৫৮)।আটক অপহরণকারী হলেন,হোয়াইক্যং ইউপি রইক্ষ্যং পুডিবনিয়া এলাকার স্থানীয় আবুল হোসেনের ছেলে সাহাব মিয়া(৫০)
১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,বুধবার দুপুরে উনচিপ্রাং ২২ক্যাম্পের ব্লক-এ/০৩,ঘর-৭৩,এফসিএন-২৪০৪৭৯বাসিন্দা আব্দুস সালামের ছেলে মোহাম্মদ আলম(৫৮)কে অজ্ঞাতনামা দূস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে উনচিপ্রাং ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে১০মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে৯টার দিকে ক্যাম্পের ডি/২ ব্লক সংলগ্ন কাঁটাতারের বাহিরে পাহাড়ের চূড়া থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।এসময় অপহরণের সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন,আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888