শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

টেকনাফে সাড়ে দশ কোটি টাকার ইয়াবা সহ আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের হারিয়া খালী এলাকা থেকে সাড়ে দশ কোটি টাকার মূল্য মানের৩লাখ ৫০হাজার ইয়াবা সহ মো গুরা মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব৭ সদস্যরা।

আটক গুরা মিয়া উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর পশ্চিমপাড়া বাসিন্দা মৃত বদিউর রহমানের ছেলে।

শনিবার এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন র‍্যাব৭ব্যাটালিয়ন চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল।তিনি বলেন,র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক কারবারিরা টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হারিয়াখালীর রওজাতুল উলুম মসজিদের পশ্চিম পাশে হাফেজ উল্লাহ ওরফে ভুট্টোর বসতবাড়িতে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ দল ওই স্থানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো গুরা মিয়াকে আটক করতে সক্ষম হয়।আটক আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়,পলাতক আসামি ফয়েজ উল্লাহ ওরফে ভুট্টোর টিনশেড বসতঘরের ভিতরে বাম পাশের কক্ষের সিলিং এর উপর বিশেষ কায়দায় ইয়াবা সংরক্ষণ করে রেখেছে।আসামির দেওয়া তথ্যমতে, নিজ হাতে ঘরের সিলিং এর উপরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও বলেন,হারিয়াখালীর পলাতক আসামি মো ইসমাইলের বসতঘরের পিছনের বারান্দার চালের সঙ্গে বিশেষ কায়দায় ঝুলানো অবস্থায় আরও ইয়াবা রয়েছে।তার দেয়া তথ্যমতে এবং তার নিজ হাতে ওই স্থান বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তা থেকে ১লাখ ৫০হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ৩লাখ ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটক আসামির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন,পলাতক আসামিদের সহিত পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে পাচারের পাশাপাশি বিভিন্ন জেলার মাদক কারবারি এবং মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১০কোটি ৫০লাখ টাকা।আটক আসামিকে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো হাফিজুর রহমান বলেন, আটক আসামিকে শনিবার বিকেলে কক্সবাজার বিজ্ঞ হাকিম আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888